Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

শুরুতেই অসন্তোষ

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : নাচ, গান, ফায়ার ওয়ার্কস আর বর্ণিল আতশবাজি প্রদর্শনের মাধ্যমে ফুটবল দর্শকদের মাঠমুখী করতে আয়োজকরা যে উদ্যোগ নিয়েছিলেন তা ফ্লপ (ব্যর্থ) মেরেছে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে গত বুধবারের গ্র্যান্ড ওপেনিং কনসার্টটি। চট্টগ্রামের মানুষ ফুটবলকে পছন্দ করে বলে আয়োজকরা অনুষ্ঠানের ভেন্যুকে বেছে নিয়েছিল এ স্টেডিয়ামকে। কিন্তু ঠিকমতো প্রচারণা, সংগঠকদের আমন্ত্রণপত্র না পাঠানো, টিকিটের মূল্য ও অভিজ্ঞ ফুটবল সংগঠকদের কাজে লাগাতে না পারায় গ্যালারী ছিল দর্শকের খরা। যেখানে ফুটবলের প্রাণ হচ্ছে দর্শক সেখানে দর্শকদের মাঠমুখী করতে টেক্সি ও ট্রাকের সাহায্যে প্রচারণা চালিয়েছে। অথচ এ মাঠে গত বছর শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, গ্যালারীভর্তি ছিল দর্শক। দর্শকদের এমন দৈন্যদশা দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, শুরুতেই যেখানে ফ্লপ আগামী ২৪ তারিখ থেকে এমএ আজিজ স্টেডিয়ামে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে দর্শক সমাগম কেমন হবে তা এখন আয়োজকদের ভাবতে হবে। যে আদলে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ আয়োজনের উদ্যোগ নিয়েছিল তা ছিল প্রশংসনীয়। কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া জমকালো অনুষ্ঠানটির আমন্ত্রণ না পাওয়ায় সংগঠকরা দারুণ অপমানিত হয়েছে। বিপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অধীনস্থ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাবোর্ডের ডেলিগেটবৃন্দকে সম্পৃক্ত করা হয়নি। এমনকি আমন্ত্রণপত্রও দেয়া হয়নি। রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডেলিগেট প্রাক্তন জাতীয় ফুটবলার বরুণ দেওয়ান, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডেলিগেট আব্দুল ওয়াদুদ পিন্টু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেলিগেট হাবিবুর রহমান জালালসহ অধিকাংশ সংগঠকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরুতেই অসন্তোষ

২২ জুলাই, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ