Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-চীন সেনা হাতাহাতি সিকিম সীমান্তে উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০৩ এএম

উত্তপ্ত সিকিমের ভারত-চীন সীমান্ত। দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে। সূত্রের খবর, শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় ও চীনা সেনারা। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল। সেই সময় সেনাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাদের সঙ্গে হাতাহাতিতে অন্তত ১৫ থেকে ২০ জন ভারতীয় সেনা জড়িয়ে পড়ে। এছাড়া দুই দেশের সেনাদের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে দুপক্ষেরই কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা এই ঘটনার কথা সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন। ওই দুসেনা কর্মকর্তা জানান, সিকিম সীমান্তের মুগুথাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের প্রায় ১৫০ জওয়ানের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে চার ভারতীয় জওয়ান ও চীনা সেনাবাহিনীর সাত জন আহত হন। বিষয়টি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে সেনাবাহিনীর সদর দফতরে যোগাযোগ করা হলেও, এ ব্যাপারে কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেয়া হয়। নাকুলায় এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না বলে জানান সেনাবাহিনীর প্রাক্তন এক কর্মকর্তা। তবে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। ২০১৭ সালের আগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের জওয়ানরা। ঘুষোঘুষির পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় সেখানে। ভারত-চীন-ভূটান সীমান্তবর্তী ডোকলামে টানা ৭৩ দিন ধরে দুই দেশের সেনাবাহিনী যখন মুখোমুখি অবস্থান করছিল, ঠিক সেইসময়ই এই ঘটনা ঘটে। তাতে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকে। তবে শেষমেশ শান্তিপূর্ণ ভাবেই অবস্থান উঠে যায়। এনডিটিভি,এবিপি, জিনিউজ।



 

Show all comments
  • Abdur Rafi ১১ মে, ২০২০, ৪:০৮ এএম says : 0
    ভারত চিন যুদ্ধের একটা প্রয়োজন আছে
    Total Reply(0) Reply
  • elu mia ১১ মে, ২০২০, ৯:৩২ পিএম says : 0
    খালি হাতাহাতি হইলে হবেনা গোলাগুলি হইতে হইব।
    Total Reply(0) Reply
  • RANU CHAKRABARTI ১২ মে, ২০২০, ৩:০৫ পিএম says : 0
    Bokar moto khota bolona
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-চীন-সেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ