মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুরো বিশ্বের মতো করোনা মোকাবেলায় কানাডায়ও ঝুঁকি নিয়ে লড়াই করছে স্বাস্থ্যকর্মীরা। সামনে কাতারে যারা দাঁড়িয়ে জরুরি সেবা দিচ্ছে তাদের অবদানকে স্বীকৃতি দিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সিএনএস জানাচ্ছে, কোভিড-নাইনটির সংক্রমণের বিরুদ্ধে কর্মরত এই যোদ্ধাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিশ্রুতি রক্ষা করেছেন জাস্টিন ট্রুডো। চলতি সপ্তাহে তিনি বলেন, ‘যারা জীবন বাজি রেখে এই দেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন তাদের বেতন বৃদ্ধি প্রাপ্য। আপনারা এটার দাবি করতেই পারেন। বর্তমান সরকার দেশটির প্রদেশ, অঞ্চলের প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে, যাতে আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মাসে ১ হাজার ৮০০ মার্কিন ডলারেরও কম পাওয়া স্বাস্থ্যকর্মী বেশি বেতম দেয়া যায়। ট্রুডো বলেছেন, এই মহামারীতে কয়েকটি বিষয় স্পষ্ট। প্রধান বিষয়টি হলো, অনেকেই আর্থিক সমস্যায় পড়েছেন। সামাজিকভাবেও পিছিয়ে পড়েছেন অনেকে। অথচ সমাজকে সচল রাখাতে তারাই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টুড্রো প্রশাসনের এমন পদক্ষেপের প্রশংসা করেছে কানাডার বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মী ইউনিয়ন। সিএনএস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।