মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা ডা. অ্যান্থনি ফাউচিসহ শীর্ষ তিন স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন। একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই তিনজন বিশেষজ্ঞ হোয়াইট হাউজের একজন কর্মীর সংস্পর্শে এসেছিলেন, পরে যার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর তিন বিশেষজ্ঞ স্বেচ্ছা কোয়ারেন্টিনে চলে যান। আক্রান্ত ওই হোয়াইট হাউজ কর্মীর কাছ থেকে দূরত্ব বিবেচনায় ফাউচি তুলনামূলকভাবে কম ঝুঁকিতে আছেন বলে মনে করা হচ্ছে। সে কারণেই তিনি আছেন ‘সীমিত কোয়ারেন্টিনে’। যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) কমিশনার স্টিভেন হানের (৬০) পরীক্ষাতেও সংক্রমণ ধরা পড়েনি। তবে আক্রান্ত সেই হোয়াইট হাউজ কর্মীর বেশি কাছাকাছি ছিলেন বলে তাকে পুরোপুরি দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে বলে এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন। ৬৮ বছর বয়সী রেডফিল্ড এই সময়টায় ভিডিও কনফারেন্সেই অফিসের কাজ সারবেন বলে সিডিসির একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন। সিএনএন, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।