Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালত : ফরিদপুর জেনারেল হাসপাতালে চার দালালকে জরিমানা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৬:৫২ পিএম

ফরিদপুরে জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালদের দৌড়াত্ম চরম আকার ধারন করায় সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় হাসপাতাল চত্বর থেকে চার দালালকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ জাকির হোসেন। সৈয়দ জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে ফরিদপুর জেনারেল হাসপাতালে দালালেরা রোগী ও তাদের স্বজনদের নানা ভাবে হয়রানী করে আসছিল। এমন খবরের ভিক্তিতে রবিবার সকালে হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় দালারীর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আলমগীর হোসেন, রিপন শেখ, তারা মিয়া ও আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। তিনি জানান, আটককৃত দালালেরা শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এজেন্ট হিসাবে কাজ করে। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভুল বুঝিয়ে কমিশনের ভিক্তিতে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যায়। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ