বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা (এইচএসডিপি) উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিক, দরিদ্র ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। ১০মে দুপুরে শেরপুরের ২নং চরশেরপুর ইউনিয়নের ১০নং হেরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হেরুয়া বালুরঘাট ও তালুকপাড়ার দেড়শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তাহিসেবে চাল, ডাল, আলু ও লবন বিতরণ করা হয়। হেরুয়াবালুরঘাট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো: হাবিবুল্লাহ খান দুলাল মাস্টারে সভাপতিত্বে এ ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা (এইচএসডিপি) এর চেয়ারম্যান ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছানোয়ার হোসেন মডেল কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, আওয়ামলীগ নেতা রুকনুজ্জামান খোকন, উত্তর গৌরীপুর মডেল স্কুলের অধ্যক্ষ সোহানুর রহমান সোহাগ, সাবেক মেম্বার মুজিবুর রহমান, সমাজ সেবক আলহাজ্ব মো: মমতাজ উদ্দিন, হারুন অর রশিদ, গিয়াস উদ্দিন আল রাসেল, ফরহাদ আলী, দেলোয়ার হোসেন খান প্রমুখ। এসময় দেশ ও এলাকার করোনামুক্ত রেখে শান্তিতে বসবাসের কামনা করে আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়। পরে খাদ্যসহায়তার খাদ্য সমাগ্রী শ্রমিক ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।