Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় আরও এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬২ জন

হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১৫৪৩ জন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৪:২৯ পিএম

নওগাঁয় করোনা ভাইরাসের সামাজিক সংক্রমন বেড়েই চলেছে। এ জেলায় আরও এক ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বদলগাছি উপজেলার আক্রান্ত এই ব্যক্তি ঢাকায় সব্জি ব্যবসা করতেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬২ জন-এ।
জেলার ১১টি উপজেলার মধ্যে একমাত্র জেলা সদরসহ সদর উপজেলা ছাড়্ াসবগুলো উপজেলায় করোনা ছড়িয়ে পড়েছে। তবে বদলগাছি উপজেলায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী নওগাঁ শহরে তাঁর নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিলসার্জন-এর কার্যালয়ের কন্টোলরুমসুত্রে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা হচেছ রানীন নগর উপজেলায় ১৭ জন, আত্রাই উপজেলায় ৬ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পতœীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১০ জন, সাপাহার উপজেলায় ১২ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে নওগাঁ জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৬২ জন্-এ।
নওগাঁ জেলা থেকে আজ সকাল পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১ হাজার ৬শ ৫৭ জনের। শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট ফলাফল পাওয়া গেছে ১ হাজার ১শ ৯২ জনের।
এদিকে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮ট্ াপর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৩৬ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ২৩ জন, বদলগাছি উপজেলায় ২৪ জন, ধামইরহাট উপজেলায় ৩২ জন, নিয়ামতপুর উপজেলায় ১৭ জন, সাপাহার উপজেলায় ১৪ জন এবং পোরশা উপজেলায় ৩ জন।
এই ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫শ ৪৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ