বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের কারাগারে থাকা স্বল্পমেয়াদি সাজাপ্রাপ্ত ২১৭ বন্দিকে মুক্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, ৩১৫ বন্দির তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। যাচাই-বাছাই করে শনিবার সন্ধ্যায় স্বল্পমেয়াদি সাজাপ্রাপ্ত ২১৭ বন্দির মুক্তির আদেশ দেয়া হয়।
এর আগেও একই রকম আদেশে প্রথম দফায় পাঁচ ও দ্বিতীয় দফায় ১৯ বন্দিকে মুক্তি দেয়া হয়। শনিবার সর্বশেষ তৃতীয় দফায় ২১৭ বন্দি মুক্তির নির্দেশ আসে।
সব মিলিয়ে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে এ পর্যন্ত ২৪১ বন্দি মুক্তি পেয়েছেন।
জেল সুপার রশিদ আরও জানান, ২০১(১) ফৌজদারি কার্যবিধি মতে– স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা পরিসেবা বিভাগের বিশেষ বিবেচনায় স্বল্পমেয়াদি এসব সাজাপ্রাপ্তকে রাষ্ট্রপতি মুক্তির আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।