Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় একই পরিবারের ২ বোন সহ ৩ করোনা রোগী সনাক্ত

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৯:৫৪ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের ২ বোনসহ ৩ জন জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী হিসাবে সনাক্ত হয়েছে। ৩ জনই ঢাকায় প্রাইভেট বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৃহষ্পতিবার তারা ঢাকা থেকে এসেছে। আক্রান্তদের মধ্যে ২ বোন এক চিকিৎসকের শ্যালিকা এবং অন্যজন কেএমলতিফ ইনষ্টটিউশনের এক শিক্ষকের ছেলে। ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে এবং অন্যজন বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হাসান জানান, আক্রান্ত ৩ জনের মধ্যে সনাতন ধর্মলম্বী একই পরিবারের ২ বোন রয়েছে তারা ঢাকার মধ্য বাড্ডায় থেকে ঢাকায় পড়াশুনা করত আর অন্যজন ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা গত বৃহস্পতিবার একটি প্রাউভেট কারে করে (১২জন) বাড়িতে আসে। ওই ৩ জনের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বাকীদেরও খুঁজে বের করে পরীক্ষা করা হবে।

উলে¬খ্য, এর আগে উপজেলার ধানীসাফা ইউনিয়নে ১ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ