বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে ৬ পুলিশসহ আরো ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৩ জনের নমুনা পরীক্ষা শেষে রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি।
পরীক্ষায় ১৫ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলার ১২ জন এবং নোয়াখালী জেলার তিনজন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে মহানগর পুলিশের ছয় সদস্য আছেন বলে পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ জানিয়েছেন। তাদের মধ্যে দামপাড়া পুলিশ লাইন্সের একজন কনস্টেবল, মনসুরাবাদ পুলিশ লাইন্সের একজন কনস্টেবল, সদরঘাট পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল, ষোলশহর পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল, খুলশী থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ট্রাফিক বন্দর বিভাগের একজন সার্জেন্ট। সার্জেন্টের স্ত্রী ও ছোট ভাই আক্রান্ত । এ পর্যন্ত ২৯ পুলিশ সদস্য আক্রান্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে একজন বিআইটিআইডির আইসোলেশন ওয়ার্ডে ভর্তি অবস্থায় শুক্রবার মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হয় বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
চট্টগ্রামের বাকি আক্রান্তদের সীতাকুণ্ডের কালুশাহ নগর এলকার একজন, নগরীর নেভি হাসপাতাল গেইট এলাকার একজন এবং ঈদগাঁ বড়পুকুর এলাকার একজন রয়েছেন।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজেও শনিবার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। শুরুর দিনে ছয়টি নমুনা পরীক্ষা হয়। তাদের কারও করোনাভাইরাস পাওয়া যায়নি।
ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু ও চট্টগ্রাম মেডিকেলের ল্যাবে হওয়া নমুনা পরীক্ষায় এ পর্যন্ত চট্টগ্রামে ২১৭ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬২ জন।#র ই সেলিম ১০মে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।