বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চারিদিকে করোনাভাইরাস আতঙ্ক চলছে লকডাউন। দুঃসময়ে দিনপার করছে মানুষ। এ দু:সময়েও জনগণের পাশে নেই জনগণের নেতা জননেতা দাবীদাররা। ‘আপনি বাঁচলে বাপের নাম’ নীতিতে ঘাপটি মেরে বসে আছেন। অবশ্য কেউ কেউ প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করে ফটোসেশনের মধ্যে বিশাল দায়িত্ব পালন করে ফেলেছেন।
এমন অবস্থা ব্যাতিক্রমদের একজন শহীদ এএইচএম কামারুজ্জামানের পুত্র মানবতার ফেরীওয়ালা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। করোনাভাইরাসের শুরু থেকে নগরবাসীকে সুরক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছেন। লকডাউন শুরু হবার পর রাজপথে জীবানুনাশক স্প্রে পরিচ্ছন্ন অভিযান জোরদার করেন। নিজে ভ্যানে বসে স্প্রে কার্যক্রমে অংশ নেন।
প্রতিদিন অফিস এসে সব মনিটরিং করছেন। সকালে খাদ্য সামগ্রী বিতরণতো বিকেলে ইফতারীর প্যাকেট নিয়ে ছুটে যাচ্ছেন রাস্তায়। খোঁজ রাখছেন মেডিকেলে চিকিৎসা ব্যবস্থার। শুধু মানুষ নয় পথের বিড়াল কুকুরের জন্যও খাদ্য বিতরণ করেছেন। নগরবাসীকে ভাইরাসমুক্ত রাখার প্রচেষ্টায় একজন বাসিন্দাও করোনায় আক্রান্ত হয়নি। রাজশাহীতে যে ২২জন রোগী শনাক্ত হয়েছে তারা সবাই নারায়ণগঞ্জ থেকে আসা বিভিন্ন উপজেলার। মেয়র লিটনের এমন কর্মকান্ডে খুশী নগরবাসী। তার পাশে এসে দাড়িয়েছেন বিভিন্ন পেশার মানুষ ও প্রতিষ্ঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।