Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

তদন্তের ক্ষেত্রে মার্কিন স্বার্থ দেখা হবে না : অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০২ এএম

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস কোথায় তা স্বতন্ত্রভাবে তদন্তের নামে আমেরিকার ষড়যন্ত্র তত্তে¡র ফাঁদে পা দেয়া যাবে না। এ তদন্তের মধ্যদিয়ে মার্কিন স্বার্থ দেখার ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার। চীনের উহান শহরের একটি ল্যাবরেটরি থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে আমেরিকা দাবি করার পর কিছুদিন আগে অস্ট্রেলিয়াও বলেছিল তারা বিষয়টি তদন্ত করে দেখবে। এই নিয়ে চীন এবং অস্ট্রেলিয়ার সম্পর্কে মারাত্মক রকমের টানাপড়েন সৃষ্টি হয়। চীন হচ্ছে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার অন্যদিকে আমেরিকা হচ্ছে অস্ট্রেলিয়ার সামরিক মিত্র। এ অবস্থায় চীন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বড় রকমের ঝামেলায় পড়ে অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, চীনের উহান শহরের একটি ল্যাবরেটরি থেকে এই করোনাভাইরাস ছড়িয়েছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে তিনি চীনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। অস্ট্রেলিয়া যখন এই ঘটনা তদন্তের ঘোষণা দেয় চীন তখন বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেই দেখা শুরু করে। এ অবস্থায় অস্ট্রেলিয়া এখন নতুন করে তার অবস্থানে খানিকটা পরিবর্তন এনেছে এবং দেশটির প্রধানমন্ত্রী মরিসন বলছেন, উহানের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়েছে তার প্রমাণ তাদের হাতে নেই বরং এটি প্রাকৃতিকভাবে ছড়িয়ে থাকতে পারে। একই সঙ্গে তিনি একথাও বলছেন যে, বিশ্বে যাতে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের মহামারী শুরু হতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন-স্বার্থ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ