Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোস্টবাস্টার্স

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

‘স্পাই’ (২০১৫) চলচ্চিত্রের জন্য খ্যাত পল ফাইগ পরিচালিত সুপারন্যাচারাল কমেডি ফিল্ম ‘গোস্টবাস্টার্স’। ‘আই অ্যাম ডেভিড’ (২০০৫), ‘আনঅ্যাকম্প্যানিড মাইনর্স’ (২০০৬), ‘ম্যাড মেন : দ্য কমপ্লিট ফার্স্ট সিজন’ (২০০৭), ‘ব্রাইডসমেইডস’ (২০১১) এবং ‘দ্য হিট’ (২০১৩) ফাইগ পরিচালিত চলচ্চিত্র।
বান্ধবী এবি ইয়েট্সের (মেলিসা ম্যাকার্থি) খবর জানা পর্যন্ত বিজ্ঞানী এরিন গিলবার্ট (ক্রিস্টেন উইগ) তার কলেজের চাকরিটি খুব উপভোগ করছিল। এবি ভূত-প্রেত আর প্যারানরমাল নিয়ে গবেষণার সময় তাদের যৌথভাবে লেখা সেই বইটি রিপ্রিন্ট করে অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছে। এরিন জানে মূলধারার বিজ্ঞানীরা ভূতে বিশ্বাসী বিজ্ঞানীদের নিয়ে হাসাহাসি করে। এরিনের আশা সে এবিকে অনুরোধ করবে সে যেন সেই বইগুলো পুড়িয়ে ফেলে। এবির গবেষণাগারে এসে সে আবিষ্কার করে একটি ঐতিহাসিক স্থাপনাতে এটি ভূত হানা দিয়েছে। এবি আর এরিন নতুন করে দল বাঁধে, তাদের সঙ্গে যোগ দেয় এবির পার্টনার জিলিয়ান হোল্জম্যান (কেইট ম্যাকিনন)। কেভিন বেকম্যান নামে (ক্রিস হেমসওয়ার্থ) এক তরুণকে তাৎক্ষণিকভাবে রিসেপশনিস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়। তাদের প্রথম গ্রাহক প্যাটি টোলান (লেসলি জোনস) পাতাল রেলের ট্র্যাকে এক ভূতের অস্তিত্বের কথা জানায়। শুধু মাত্র একটি গাড়ির ব্যবস্থা হবে বলে প্যাটিকেই দলে নেয়া হয়। আরেক গোস্টবাস্টার হতে প্রত্যাশী কেভিনকে এর মধ্যে এক ভূতে ভর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোস্টবাস্টার্স

২২ জুলাই, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ