Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঘাটাইলে ভর্তুকিতে ধান কাটার মেশিন পেল কৃষক

ঘাটাইল(টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৪:৩৫ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান করোনা সংক্রমণ পরিস্থতিতে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট দুর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কাটার মেশিন) বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে তিন জন কৃষকের মাঝে তিন কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসানের সংসদ সদস্য আতাউর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল আবেদীন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক প্রমূখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা, সেই সাথে কর্তণ ও মাড়াই করা যায় এতে ডিজেল খরচ হয় মাত্র ৫ লিটার ডিজেল খরচ হবে। শ্রমিক সংকট নিরসন ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষকদের সুবিধার্থে এই মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা সরকারীভাবে ৫০% ভুর্তকি দিয়ে মাত্র ১৪ লাখ টাকায় কৃষকের মাঝে দেয়া হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া তিন কৃষক হলেন উপজেলার রসুলপুর গ্রামের মোঃ মুজিবুর রহমান , দত্ত গ্রামের আব্দুস সামাদ ও সাগরদীঘি গ্রামের হিকমত সিকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ