বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুর উপজেলায় আরো এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় একজন মেডিকেল স্টার্ফসহ মোট ২জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত ব্যাক্তিকে আইসলিউশনে রাখা হয়েছে ও তার বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (০৯ মে) দুপুর ২টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘ গত ৩ মে তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছিলো। আজ দুপুর ১টার সময় ঢাকা থেকে প্রেরিত এক মেইল বার্তায় ১৯জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১৮জনের নেগেটিভ ও এক জনের পজেটিভ। আক্রান্ত ব্যাক্তি একজন পুরুষ, তার বয়স (৩০) বছর।’ তিনি আরো জানান, ‘আজ শনিবার দুপুর পর্যন্ত লালপুর উপজেলায় নতুন ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে। এপর্যন্ত উপজেলায় মোট ১৪৩জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এর মধ্যে ৫৪জনের রিপোর্ট নেগেটিভ ও ২জনে পজেটিভ এসেছে। অবশিষ্ট ৮৭জনের রিপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং আছে।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে আক্রান্ত ব্যাক্তিকে আইসলিউশনে পাঠানো হয়েছে ও তার বাড়িটি লকডাউন করা হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।