Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় মসজিদকে কোয়ারান্টাইন সেন্টার করার প্রস্তাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৩:২২ পিএম

মসজিদের একটি তলা কোয়ারান্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করতে কলকাতা পৌরসভাকে প্রস্তাব দিল মসজিদ কমিটি। গার্ডেনরিচ এলাকার বেঙ্গলি বাজার মসজিদ এই প্রস্তাব দিয়েছে। -এনডিটিভি
কলকাতা পৌরসভাকে দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, মসজিদের তৃতীয় তলায় ৬ হাজার বর্গফুট জায়গা আছে, চাইলে সেই তলাটি কোয়ারান্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে পৌরসভা। পবিত্র রমজান মাসে সামাজিক স্বার্থে মসজিদ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
পৌরসভা সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের জেরে শহরে ক্রমশ কমছে কোয়ারান্টাইন কেন্দ্রে বেডের সংখ্যা। ফলে বেঙ্গলি বাজার মসজিদ কমিটির এই সিদ্ধান্তে কিছুটা ঘাটতি পুরণ হবে তাদের। মসজিদ কমিটির ইমাম মাওলানা কারি মহম্মদ রাজবি বলেছেন, যেহেতু লকডাউনের কারণে গণজমায়েত নিষিদ্ধ। তাই স্থানীয়রা মসজিদে আসছেন না ইবাদত করতে। তাদেরকে ঘরেই রমজান পালন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
মসজিদ কমিটির জানিয়েছে, স্থানীয়দের অনুমতি নিয়েই এই প্রস্তাব দেওয়া হয়েছে। সকলেই এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারান্টাইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ