বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন প্রাইমারী স্কুলের হেড মাস্টার হরিদাস হালদার (৫৭)। তিনি ৫ /৬দিন ধরে সর্দি, কাশি, জ্বর, শ্বাস কস্টে , বুকে ব্যথা ভুগছিলেন। এ সব উপসর্গ নিযে পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলা সদরে চিকিৎসা ও ব্যবস্হাপত্র নিয়ে বাড়িতে অবস্হান করেন। আজ শনিবার ৯ মে সকাল সাড়ে আটটায় নিজবাড়ি মধ্য দঃ তারাবুনিয়া বসতবাড়িতে পরলোকগমন করেন।তিনি রাজাপুর উপজেলার ১ নং সাতুরিয়া ইউনিয়নের দঃতারাবুনিয়া (মধ্য)গ্রামের হরেন্দ্র নাথ হালদারের পুত্র,মৃত হরিদাস হালদার ঐ গ্রামে ৭৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড মাস্টার ছিলেন,মৃত্যুকালে তিন পুত্র, ২ স্ত্রী,গর্ভধারিনী মা,বোন রেখে যান।মৃত্যু খবর শুনে রাজাপুর উপজেলা শিক্ষা অফিসার ও রাজাপুর সঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতি গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মৃতের আত্মার মাগফিরাত কামনা করেন। মৃত হরিদাসের পুত্র সৈকত বলেন- আগে বাবা দু" বার স্ট্রোক করে সুস্হ হয়েছেন,৫/৬ দিন পূর্বে জ্বর,সর্দি, কাশি ওশ্বাসকস্ট হয়, ভান্ডারিয়া হাসপালের ডাক্তার দেখাইয়া বাবাকে বাড়িতে নিয়া আসি। বাড়িতে ঔষধ পত্র খাওযাইছি।আজ সকালে বাবা মারা যাওযার পরে রাজাপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ জাহিদ হোসেন( বাবার) তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান।তাকে কিছুক্ষন পরে হিন্দু শাস্রমতে পারিবারিক শ্বশানে দাফন করা হবে।রাজাপুর উপজেলা স্বাস্হ্য ও প,প কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন- হরিদাস হালদার ২ বার স্ট্রোক করছে, তার টাইফয়েট জ্বরের ঔষধ ইনজেকশন ব্যবস্হাপত্রে আছে।আমাদের রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নেননি, পাশে ভান্ডারিয়া চিকিৎসা নিছে।আমরা আজ খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করেছি,রিপোর্ট আসার পরে বলা যাবে তিনি করোনা আক্রান্তে মারা গেছেন কিনা?রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার আজ বেলা ১ টায মুঠো ফোনে জানান- রিপোট আসার পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।উল্লেখ্য- রাজাপুর উপজেলা সর্বমোট ২ জন কোভিট-১৯ সনাক্ত হয়েছে। ২ জন রাজাপুর হাসপাতালে সরকারি চাকুরি করেন। তারা হোম কোযারেন্টাইনে আছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে কোন মৃত্যু হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।