বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে আবারো ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ জন। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মোকাদ্দেস। তিনি জানান, গত বৃহস্পতিবার ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে ২ জনের পজেটিভ পাওয়া যায়। আক্রান্তরা হলেন, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্সের স্বামী এবং অপর জন ফরক্কবাদ ইউপি’র তেঘরা মহেশপুর গ্রামের। তারা ২ জনেই নিজ নিজ বাড়ীর একটি কক্ষে আইসোলেশনে আছেন। তারা ২ জনেই গত ৩ দিন আগে ঢাকা থেকে এসেছেন। তাদের পরীক্ষায় পজেটিভ আসলেও তাদের ২ জনেরই কোন করোনা (কভিড-১৯) ভাইরাসের উপসর্গ হাঁচি-কাঁশি বা জ্বর নেই বলে জানান এই কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার রাতে ফরক্কবাদ ইউপি’র চোককাঞ্চন বাইশা পাড়া গ্রামের এক নারী স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কর্মরত আছেন। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলা প্রশাসন ওই নারী স্বাস্থ্য কর্মীর বাড়ীসহ আশ-পাশের ৮টি বাড়ী লোক ডাউন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।