Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্বেষের সুনামি বন্ধ করুন : গুতেরেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৪ এএম | আপডেট : ১২:২৫ এএম, ৯ মে, ২০২০

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘করোনা মহামারির মধ্যে বিদ্বেষ, জেনোফোবিয়া (ভিনদেশি আতঙ্ক), বলির পাঁঠা বানানোর প্রবণতা এবং গুজবের সুনামি চলছে।’ এ ধরনের বিদ্বেষ ও বর্ণবাদী আচরণের বিস্তার ঠেকাতে ‘সবাইকে সচেষ্ট’ হওয়ার আহবান জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার গুতেরেস বলেন, ‘অনলাইন ও রাস্তাঘাটে ভিনদেশিদের বিরুদ্ধে আতঙ্ক তৈরি করতে দেখা যাচ্ছে। ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্বগুলো ছড়িয়ে পড়েছে এবং কোভিড-১৯ কে কেন্দ্র করে মুসলমানদের ওপর হামলা হয়েছে। তাছাড়া সংবাদিক, তথ্য ফাঁসকারী, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের মিকার হচ্ছেন।’ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এসব বিদ্বেষমুলক বক্তব্যের অবসানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বর্ণবাদী, বিদ্বেষী ও ক্ষতিকর কন্টেন্টগুলো সরিয়ে ফেলতে গণমাধ্যম বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে আহবান জানিয়েছেন গুতেরেস। এর আগে গত ১৪ এপ্রিল জাতিসংঘ মহাসচিব বলেছিলেন, করোনা মহামারির পাশাপাশি বিশ্ব গুজবের মহামারিতেও ভুগছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব গুজবকে তিনি ‘বিষ’ এর সঙ্গে তুলনা করেছিলেন। বলেছিলেন, এগুলো মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সংগঠক, সাংবাদিক ও অন্যান্যদের আহবান জানান এসব গুজব রুখে দিতে ও সঠিক তথ্য মানুষকে জানাতে। যাতে বিশ্বব্যাপী গুজব ও মিথ্যা তথ্যকে কেন্দ্র করে ঘৃণা, হানাহানি না ছড়িয়ে পড়ে। মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুতেরেস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ