Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উৎস সন্ধানে আন্তর্জাতিক তদন্ত প্রত্যাখ্যান চীনের

সমাধান খুঁজতে এবার চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৫ এএম

করোনা ভাইরাসকে পরাস্ত করে তার প্রতিষেধক প্রস্তুত করতে গেলে যেতে হবে এ রোগের আঁতুড়ঘর চীনে, এমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর বিশেষজ্ঞরা। সমস্যার সমাধান করতে গেলে তার শিকড় খুঁজে বের করা প্রয়োজন। সেই জন্যই চীনে করোনার আতুরঘরে গিয়ে করোনা নামক ধাঁধাঁর সমাধান খুঁজে বার করতে চান তারা। বিশেজ্ঞদের একটি দল খতিয়ে দেখতে চান, ‘কোন পথে মানব শরীরে করোনা ভাইরাস প্রবেশ করল?’ হুর-এর মহামারি বিশেষজ্ঞ ড. মারিয়া ভ্যান বলেন, ‘ইতিমধ্যেই এ বিষয়ে চীনে হুর শাখায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। কারণ জানিয়ে সেখানে পর্যবেক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে চীনকেও। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি চীন। এর আগেও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চীনে গিয়েছিলেন হুর কর্মকর্তারা। অপরদিকে, করোনাভাইরাসে উৎস সন্ধানে আন্তর্জাতিক তদন্ত প্রত্যাখ্যান করেছে চীন। বুধবার জেনেভায় জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, “ভাইরাসের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ অর্জিত হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে চীনে আহবান জানানো হবে না।” করোনা মোকাবিলায় চীনের পদক্ষেপ নিয়ে স্বাধীন তদন্তের চাপ বাড়তে থাকার প্রেক্ষিতে এই অবস্থান জানালো বেইজিং। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এখবর জানিয়েছে। চীনা রাষ্ট্রদূত চেন জু দাবি করেছেন, মহামারিকে পরাস্ত করাই এখন তাদের অগ্রাধিকার। রয়টার্স, ফ্রান্স২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ