Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

২৪ ঘন্টায় রংপুরে একই পরিবারের ৫ জনসহ ৩১ জনের করোনা পজেটিভ সনাক্ত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৭:১২ পিএম

রংপুরে গত ২৪ ঘন্টায় পুলিশ, নার্স, ব্যাংকার এবং একই পরিবারের ৫ জনসহ ৩১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এটাই এখন পর্যন্ত রংপুরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। 

শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।
তিনি জানিয়েছেন, রংপুর মেডিকেল কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একই পরিবারের ৫ জনসহ মোট ৩১ জনের করোনা পজেটিভ ফল পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে, হারাগাছে ১ জন, কোতোয়ালি থানায় ৯, রবার্টসন গঞ্জে-১ জন, মেডিকেলের টেকনোলোজিস্ট ১ জন, সৈয়দপুর ইসলামী ব্যাংক শাখায় ৩ জন, ধাপ লালকুঠি এলাকায় ১ জন, মিঠাপুকুরে ১ জন, খটখটিয়ায় ২, আরকে রোড-১, মেডিকেলের নার্স-১, সেনপাড়ায় ১, শালবনে একই পরিবারে ৫ জন, আরসিসিআই এর কাছে পুলিশ সদস্য ৩ জন।
এর আগে বৃহস্পতিবার রংপুর বিভাগে ৩০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ