Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে স্বাস্থ্যবিধি মেনেই দরগাহ শাহজালাল (রহ.) সহ অন্যান্য মসজিদ জুমা’র নামাজে মুসল্লিরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৪:৩৭ পিএম

সরকারী নির্দেশে পুনরায় প্রদত্ত সর্তকতা বজায় রেখেই সিলেট প্রায় ৪ সপ্তাহ পরে মসজিদে জুমার নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন মুসল্লিরা। আজ শুক্রবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদগুলোয় জুমার নামাজ আদায় করা হয়েছে। আজ হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ সহ প্রায় প্রত্যেকটি এলাকার মসজিদেই জুমার জামাতে শরিক হন বিপুল সংখ্যক মুসল্লি মসজিদে। তবে সবাই মসজিদে তিন ফুট দূরত্ব হিসেব করে বসেন। এছাড়া করোনা থেকে মুক্তি পেতে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়। আর ৪ সপ্তাহ পর হলেও পবিত্র রমজান মাসে জামাতে নামাজ আদায়ের অনুমতি পেয়ে খুশি মুসল্লিরা। শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজ আদায় করা এক মুসল্লি বলেন, মসজিদে আসার পরিবেশ শুরু হয়েছে। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে, মসজিদে আসা অব্যাহত থাকবে। ’ উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার গত ৬ এপ্রিল থেকে মসজিদে জুমা ও পাঞ্জেগানা নামাজে সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে গত ২৩ এপ্রিল তারাবির নামাজে ১২ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবে না বলে ঘোষণা দেওয়া হয়। গত বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১২টি শর্ত বেঁধে দেওয়া হয় মসজিদে নামাজ আদায়ের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুমার নামাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ