Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার লক্ষণগুলো দ্রুত পরিবর্তন হচ্ছে, বিশেষজ্ঞরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ২:৪১ পিএম

প্রথমদিকে ঠান্ডা, মাথা ব্যথা এবং জ্বর যা ফ্লুর মতো দেখা দিলেও গত তিন মাস ধরে মস্তিষ্ক থেকে কিডনি পর্যন্ত প্রায় সমস্ত দেহের অঙ্গকে প্রভাবিত করে করোনার লক্ষনগুলো দ্রুত পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। এছাড়াও ত্বকের ক্ষত, স্নায়ুজনিত সমস্যা, বুকের তীব্র ব্যথা, স্বাদ হ্রাস এবং গন্ধজনিত উপসর্গ দেখা দিচ্ছে। ইয়ন

যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজির সিনিয়র প্রফেসর জেরেমি রসম্যান ব্যাখ্যা করেন, ভাইরাসটি যেখানে আক্রমণ করবে সেখানে তারা টিস্যুগুলোর ক্ষতি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে পার্শ্ব-প্রতিক্রিয়া হিসাবেও শরীরে ক্ষতির কারণ হতে পারে। জাপান টাইমস

যুক্তরাষ্ট্রের লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির একদল গবেষকের নেতৃত্বে করা নতুন গবেষণায় দেখা যায়, করোনার নতুন একটি ধাঁচ বা স্ট্রেইনের সন্ধান পাওয়া গেছে, যা প্রথমদিকের সংক্রমণের চেয়ে আরো বেশি শক্তিশালী ও ছোঁয়াচে। লস অ্যাঞ্জেলেস টাইমস

সম্প্রতি চিকিৎসকরা সন্দেহ করেছেন, নিউ ইয়র্ক, লন্ডন এবং প্যারিসের বেশ কিছু শিশু বিরল প্রদাহজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছিলো কিন্তু এর সঙ্গে তাদের করোনার উপসর্গও বিদ্যমান।

চীনের নেঞ্জিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের গবেষকরা এই সপ্তাহে নেচার রিভিউতে গুরুতর মূত্রাশয়ের সমস্যা এবং তীব্র কিডনি জটিলতার বর্ণনা দিয়েছেন। পুরুষদের যৌন হরমোনগুলোর নাটকীয় পরিবর্তনও পর্যবেক্ষণ করেছেন তারা। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা যুবকদের জন্ম দিতে আগ্রহী তাদের তাদের উর্বরতা সম্পর্কে পরামর্শ নেয়া উচিত বলে মনে করছেন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের সংক্রামক রোগের পরামর্শদাতা বাবাক জাভিদ বলেছেন, করোনার সাধারণ উপসর্গও পাশাপাশি বিরল জটিলতাও প্রায়শই ঘটছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ