Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়াবতীকে নিয়ে অশ্লীল মন্তব্য, বিজেপি নেতাদের ক্ষমা প্রার্থনা

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতীয় সমাজবাদী পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতীকে যৌনকর্মীর ও অধম বলে প্রবল বিতর্ক সৃষ্টি করলেন উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতি দয়াশঙ্কর সিংহ। বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে রাজ্যে সেখানে দয়াশঙ্করের এই মন্তব্যে বিজেপিকে বিপাকে ফেলে দিয়েছে। বিতর্কের ধাক্কা সামলাতে দয়াশঙ্কর সিংহকে রাজ্য বিজেপির সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে তাতে পরিস্থিতি ঠা-া হয়নি মোটেই। বিজেপি নেতার ওই মন্তব্যে বিচার চেয়ে গত বুধবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। পরে পার্লামেন্টে এই ঘটনার তীব্র নিন্দা করেন দলের বর্ষীয়ান নেতা তথা অর্থমন্ত্রী অরুন জেটলি। তিনি বলেন, একজন বিজেপি নেতার এই মন্তব্যে ব্যক্তিগতভাবে ভীষণই আঘাত পেয়েছি। এই আচরণের জন্য মায়াবতীর কাছে দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমরা তার পাশে রয়েছি। উত্তর প্রদেশের বিজেপি প্রধান কেশব মৌর্যও এই মন্তব্যের জন্য মায়াবতীর কাছে ক্ষমা চেয়েছেন। এক সাক্ষাৎকারে দয়াশঙ্কর সিংহ বলেছেন, যৌনকর্মীরা যেমন টাকার বিনিময়ে খদ্দের খোঁজেন, মায়াবতীও ঠিক সে রকমই করেন। টাকার বিনিময়ে পার্টির টিকিট বিক্রি করেন। তবে তাদের সঙ্গে মায়াবতীর পার্থক্য এটাই যে, যৌনকর্মীরা নিজেদের ব্যবসার প্রতি অনেক বেশি সৎ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়াবতীকে নিয়ে অশ্লীল মন্তব্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ