Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমধ্যসাগরে ৩২ শতাধিক অভিবাসী জীবিত উদ্ধার

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবীয় উপকূল থেকে অদূরে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা থেকে তিন হাজার দুইশ’র বেশি অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৫ দফা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন ইতালির উপকূলরক্ষীরা। এ সময় একটি লাশও উদ্ধার করা হয়। এদিকে একই দিনে বুলগেরিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে প্রবেশ এবং সেখান থেকে প্রতিবেশী সার্বিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে দুইশ’র বেশি অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার উপকূলরক্ষীরা জানান, গত মঙ্গলবার আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের বোঝাই করে মানব পাচারকারীরা অন্তত ২৬টি নৌকা ইতালির উদ্দেশে পাঠায়। লিবিয়ায় সক্রিয় মানবপাচারকারীরা ভূমধ্যসাগরের বর্তমান শান্ত পরিস্থিতি ও উষ্ণ আবহাওয়ার সুযোগ নিচ্ছে। এ কারণে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে পৌঁছার চেষ্টা সম্প্রতি অনেক বেড়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, মঙ্গলবারের এই উদ্ধার অভিযানের পর চলতি বছরে ইতালিতে পা রাখা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশই আফ্রিকার দেশগুলোর নাগরিক। খবরে বলা হয়, সীমান্ত পার হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ এবং সীমানা অতিক্রম করে প্রতিবেশী দেশ সার্বিয়ায় প্রবেশের অবৈধ চেষ্টার অভিযোগে দুইশ’র বেশি অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার ও আটক করেছে বুলগেরিয়া সরকার। এদের অধিকাংশই আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের নাগরিক। ইতালির কোস্টগার্ড গত বুধবার জানিয়েছে, ইতালির নৌবাহিনী, কোস্টগার্ড, ইউরোপীয় ইউনিয়নের আনাভফোর মেড মিশন, এমএসএফ, সি ওয়াচ ও এমওএএস-এর মতো এনজিওর সহায়তা নিয়ে অভিযান চালানো হয়। এএফপি, দ্য ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমধ্যসাগরে ৩২ শতাধিক অভিবাসী জীবিত উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ