Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটির দুর্গম এলাকায় সেনা হেলিকপ্টারযোগে সরকারী ত্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ৯:০৮ পিএম

দেশে বিরাজমান বর্তমান লকডাউন পরিস্থিতিতে প্রতিটি জেলায় দুর্গত মানুষের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলাতেও সরকারের ত্রাণ সামগ্রী পৌঁছায়। কিন্তু রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলা দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারী এ সমস্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিলো না। এ প্রেক্ষিতে, রাঙ্গামাটি জেলা প্রশাসন সেনা রিজিয়নের নিকট সহযোগিতা কামনা করে। গতকাল আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েওেছ, বরাবরের মতো বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষনিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যার প্রেক্ষিতে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’-এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে ঐ সমস্ত এলাকায় ৪০০০ কেজি ওজনের বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এ সকল ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, আলু ও সাবান। ত্রাণ বিতরণের সময় রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার, রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার, সেনা কর্মকর্তাসহ স্থানীয় হেডম্যান এবং কারবারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় পাহাড়িরা বর্তমান পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ করায় প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ