মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯৯ জন জেনারেল ও অ্যাডমিরালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে তুরস্ক। অভিযুক্তরা সবাই তুরস্কের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান রাজধানী আঙ্কারায় তার মন্ত্রী ও আস্থাভাজন সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া কর্তৃপক্ষ সব একাডেমিক ব্যক্তিত্বের তুরস্ক ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি কর্মচারীদের এই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গণছাঁটাই অব্যাহত রয়েছে। কমপক্ষে ৫০ হাজার ব্যক্তি বরখাস্ত অথবা চাকরিচ্যুত হয়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৫৭৭ জন অনুষদ প্রধানকে পদত্যাগ করতে বলা হয়েছে। এছাড়া ২১ হাজার শিক্ষক ও ১৫ হাজার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।