Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় আরও ১ জনের করোনা শনাক্ত, জেলায় মোট -১৮

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ৭:১১ পিএম

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আরও একজনের শরীরে করোনা শন্তাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। এবং জেলায় করোনা শনাক্তের মোট সংখ্যা ১৮ জনে এবং সুস্থ্য হয়েছে কুমারখালীর ২ জন।

আজ বৃহস্পতিবার (০৭ মে মে ২০২০) বিকাল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, গত ২৪ ঘন্টায় ঢাকার ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন থেকে ৬৬ টি ও কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ৬৭ টি (মোট ১৩৩) টি রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১ জন কোভিড রোগী সনাক্ত হয়েছে এবং বাকি রিপোর্ট গুলো নেগেটিভ এসেছে। সনাক্তকৃত রোগী দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা। তিনি পুরুষ এবং বয়স ৪৫ বছর। এ নিয়ে কুষ্টিয়ায় ১৮ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হল।উপজেলাভিত্তিক রোগীঃ- দৌলতপুর -৫, ভেড়ামারা -২, কুমারখালী -৫, সদর -১, খোকসা -১, মিরপুর -৪। বহিরাগত রোগী ২ (FWVTI এর আইসোলেশনে চিকিৎসাধীন)। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

কুষ্টিয়া জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ২২ এপ্রিল। এদিন দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা (৩০) এবং মাদারীপুর জেলায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অফিসার পদে কর্মরত আছেন। আক্রান্ত অপর জন ষাটোর্ধ্ব বৃদ্ধ (৬৯) কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পাঁচ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ পাঁচ হাজার ৫১৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন, তার আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ