Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরদোগানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিল বিদ্রোহীরা

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে জড়িতরা কুর্দি বিদ্রোহীদের সঙ্গে আপোস করার জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং তার সরকারের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করেছিল। এমন একটি লিখিত পিটিশন উদ্ধার করেছে তুর্কি পুলিশ। এতে কুর্দিদের উপর সামরিক অভিযান শুরু করার আগে এরদোগান সরকার কুর্দিদের সংগঠনন পিকেকে’র সাথে সমঝোতা করে সন্ত্রাসে মদদ দিয়ে বলে অভিযোগ করা হয়। এই অভিযোগে তুর্কি সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেয়া হয়েছিল। ইস্তাম্বুলে তুরস্কের সরকারি প্রসিকিউটর মেহমেদ সেলের দফতরে তল্লাশি চালানোর সময় এই পিটিশন উদ্ধার করে পুলিশ। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর মেহমেদ সেলেকে  গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে, গত শুক্রবারের অভ্যুত্থানে যদি বিদ্রোহী সেনা কর্মকর্তারা সফল হতেন, অর্থাৎ ওই অভ্যুত্থানে যদি এরদোগান সরকারের পতন হতো তাহলে তারা এই পিটিশনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করতেন। অভিযোগটি এই রকম যে, প্রেসিডেন্ট এরদোগান এবং তার সরকার সমঝোতার মাধ্যমে তুরস্কের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পিকেকে’র সন্তাসী হামলায় সহায়তা করে গুরুতর অপরাধ করেছেন। এই অপরাধে এরদোগান এবং তার সরকারের মন্ত্রীদের বিচারের আওতায় আনা হতো বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ, উদ্ধারকৃত পিটিশনে কোনো স্বাক্ষর কিংবা তারিখ না থাকলেও এটা যে চলতি ২০১৬ সালেই লেখা হয়েছে তার প্রমাণ রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিল বিদ্রোহীরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ