Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় দুই জঙ্গি হত্যার দাবি পুলিশের

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জঙ্গি গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট ইন্দোনেশিয়ায় শীর্ষ দুই জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে একজন হলেন সানতোসো। ইন্দোনেশিয়ার পুলিশের খাতায় তিনি একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি। গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান টিটো কারনাবিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। টিটো কারনাবিয়ান জানান, গত সোমবার ইন্দোনেশিয়ার সুলাওয়াসির একটি দুর্গম বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তারা। এ সময় দুই নারীসহ তিনজনকে জীবিত আটক করা হয়। তিনি বলেন, আমরা অনেকটাই নিশ্চিত নিহতদের মধ্যে একজন সানতোসো। তবে পুরোপুরি নিশ্চিত হতে তার মরদেহ সুলাওয়াসি প্রদেশের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার পরিবার ও গ্রাম প্রধানকে আনা হয়েছে মরদেহ শনাক্তের জন্য। সানতোসো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে তৎপর একটি জঙ্গি সংগঠনের প্রধান ছিলেন। ওই জঙ্গি সংগঠনটি নিজেদের ইসলামিক স্টেটের (আইএস) শরিক দল হিসেবে প্রচার করত। ২০০৭ সালে তিন খ্রিস্টান শিক্ষার্থীকে শিরñেদ করার অভিযোগে একবার আটক করা হলেও পরবর্তীতে জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হন সানতোসো। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ায় দুই জঙ্গি হত্যার দাবি পুলিশের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ