Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতে অবসরগ্রহণকারীদের জীবনযাত্রার মান সর্বনিম্ন

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে অবসরপ্রাপ্তদের জীবনযাপন অত্যন্ত কঠিন। যা বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম দেশ হিসিবি পরিচিত। চলতি বছরে নাসিক্সিস গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের বার্ষিক গ্লোবাল রিটায়ারমেন্ট ইনডেক্স এ তথ্য প্রকাশ করেছে। এ তালিকায় শ্রেষ্ঠ দেশ হিসেবে স্থান পেয়েছে নরওয়ে। তারপরের অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড ও আইসল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র ১৪তম স্থান পায়। গ্লোবাল অবসর ইনডেক্স (এজও) নাসিক্সিস গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং কোর ডাটা দ্বারা গবেষণায় অবসরকারীদের নিরাপত্তা বহুমাত্রিক সূচক বলে কোম্পানি থেকে জানানো হয়। তাদের অবসর নীতির ওপর ভিত্তি করে সর্বোত্তম আর্থিক কার্যাভ্যাসের ওপরে এ তথ্য নেওয়া হয়। নাসিক্সিস শুধুমাত্র ৪৩ জাতির উপরে এ গবেষণা করে। তার মধ্যে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশ নেই। স্বাস্থ্য সূচক গবেষণাতেও ভারত সর্বনিম্ন, কারণ ভারতে মাত্র শতকরা ৪ জন স্বাস্থ্যসেবা পায়। দেশের স্বাস্থ্য বীমার মানও অনেক খারাপ অবস্থানে বলে জিআরএলের বার্ষিক রিপোর্টে জানা যায়। গত বছরের জরিপে ১৫০টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৮৮তম। বিজনেস টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে অবসরগ্রহণকারীদের জীবনযাত্রার মান সর্বনিম্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ