মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত যে তুরস্কে অভ্যুত্থানের প্রচেষ্টা হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নেটওয়ার্কের সাবেক পরিচালক এবং মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন সার্ক ফোরামের প্রধান ওয়াদা খানফার এমন দাবিই করেছেন। যুক্তরাষ্ট্রের অজান্তে অথবা তাদেরকে আড়ালে রেখে এই ধরনের একটা অভ্যুত্থান প্রচেষ্টা সম্ভব নয় বলে সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন। ফরেন পলিসি ম্যাগাজিনের ২০১১ সালের তালিকা অনুযায়ী বিশ্বের প্রধান ১০০ চিন্তাবিদের একজন হিসেবে স্বীকৃত খানফার বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের অংশ এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। আমরা জানি সামরিক ঘাঁটি নিয়ে দুই দেশের মধ্যে অমীমাংসিত কিছু বিষয় রয়েছে এবং সেখানে কর্মরত তুর্কিদের সঙ্গে মার্কিনীরাও আছে। ফিলিস্তিনের জেনিনে জন্ম নেওয়া এই বিশ্বখ্যাত চিন্তাবিদ আরও বলেন, আমি মনে করি না যে যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থান প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানত না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগেই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছিলেন। ওয়াদা খানফার বলেন, তার দিক থেকে এটাই প্রত্যাশিত ছিল। অভ্যুত্থান প্রচেষ্টার সময় এক বিবৃতিতে জন কেরি তুরস্কে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কথা বলেন। এ সম্পর্কে খানফার বলেন, কেরির প্রথম বিবৃতিতে দ্বিধাগ্রস্ততা ধরা পড়েছে। যখন তিনি নিশ্চিত হয়েছেন যে এই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে তখন সুর পাল্টিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাসহ অন্যান্য মার্কিন কর্মকর্তা তুরস্কের কথিত গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জারি রাখার কথা বলেন। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার দখল করার ব্যর্থ চেষ্টা করে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।