Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশেলের বক্তব্য চুরির দায় স্বীকার মেলানিয়ার বক্তব্য লেখকের

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামার ২০০৮ সালের বক্তব্য থেকে হুবহু কপি করে রিপাবলিকান দলের এবারের কনভেনশনে বক্তব্য রেখেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এ নিয়ে মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ২০০৮ সালে ডেমোক্রেট দলের কনভেনশনে স্বামী বারাক ওবামাকে সমর্থন করে মিশেল ওবামা যে বক্তব্য রেখেছিলেন সেখান থেকে বেশ কিছু অংশ হুবহু কপি করে মেলানিয়া ট্রাম্পের বক্তব্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। এ জন্য মেলানিয়া ট্রাম্পের বক্তব্যের লেখক দায়িত্ব স্বীকার করেছেন। তিনি হলেন ট্রাম্প অর্গানাইজেশনের স্টাফ রাইটার মেরেদিথ ম্যাকইভার। তিনি স্বীকার করেছেন ২০০৮ সালে বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা যে বক্তব্য দিয়েছিলেন হুবহু সেই একই প্যাসেজ বা অংশ তিনি মেলানিয়া ট্রাম্পের বক্তব্যে ঢুকিয়ে দিয়েছেন। এ বিষয়ে ম্যাকইভার একটি বিবৃতি দিয়েছেন। তিনি তাতে বলেছেন, আমি মিসেস ওবামার বক্তব্য যাচাই করে দেখিনি। এটা ছিল আমার ভুল। মেলানিয়া ও ট্রাম্পের মধ্যে, এমনকি মিসেস ওবামার মধ্যে যে ঝামেলা বাধিয়ে দিয়েছি তাতে আমি ভীতি অনুভব করছি। আমি আসলে কোন ক্ষতি করার মানসে এমনটা করি নি। তিনি আরও বলেছেন, ২০০৮ সালে ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশনে দেয়া মিশেল ওবামার বক্তব্য ফোনে শোনানো হয়েছে মেলানিয়া ট্রাম্পকে। তারপর তিনি মেলানিয়ার জন্য ওই বক্তব্য লিখেছেন। সেখান থেকে কিছু শব্দ নিয়ে তিনি মেলানিয়া ট্রাম্পের বক্তব্যের জন্য একটি খসড়া তৈরি করেন। ট্রাম্পের প্রচারণা শিবিরের অন্যতম ম্যাকইভার। তিনি বিব্রতকর এক পরিস্থিতিতে পড়েছেন এমন কান্ড ঘটিয়ে। বলেছেন, যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি এমন একজন ব্যক্তি যাকে সবসময়ই পছন্দ করেন মেলানিয়া ট্রাম্প। উল্লেখ্য, সোমবার রাতে ওই বক্তব্যের খসড়া করা হলেও তা পরিমার্জন, সংশোধনের জন্য সময় ছিল হাতে। তারপরও তাতে মিশেল ওবামার বক্তব্য রয়ে গেছে। রিপাবলিকানদের সম্মেলনে মেলানিয়া ওই বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে, মিশেল ওবামার বক্তব্য কপি করেছেন মেলানিয়া ট্রাম্প। এই বক্তব্য কনভেনশনে রাখার কয়েক ঘন্টা আগে মেলানিয়া ট্রাম্প এনবিসি টেলিভিশনের ‘টুডে’ প্রোগ্রামে বলেন, তিনি নিজে ওই বক্তব্য লিখেছেন। তবে এক্ষেত্রে সামান্য সাহায্য নেয়া হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বিষয়ক ম্যানেজার পল ম্যানাফোর্ট সিবিএস টেলিভিশনের ‘দিস মর্নিং’ প্রোগ্রামে মঙ্গলবার বলেন যে, ওই বক্তব্য কয়েকজন বক্তব্য লেখকের সমন্বয়ে লেখা হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশেলের বক্তব্য চুরির দায় স্বীকার মেলানিয়ার বক্তব্য লেখকের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ