বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহদির চিরায়িত সজীবতা গ্রাস করতে পারেনি করোনা। স্বরূপে প্রাণ ফিরে এসেছে তার। ঢাল-পালা এখন সজীব সতেজ। মুক্ত আকাশের নিচে স্বপ্ন ডানায় উড়ে নতুন জীবনের স্বাধ নিতে হাসপাতাল ছেড়েছেন মেহেদী। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান। জয় করেছেন প্রাণঘাতি করোনা তিনি। এখন সুস্থ, ছাড়পত্র পেয়েছেন মুক্তির। বুধবার (৬ এপ্রিল) সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে করোনাজয়ী যে পাঁচজন ছাড়পত্র পেয়েছেন, তাদের মধ্যে মেহেদি হাসানও একজন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, ইন্টার্ন চিকিৎসক মেহেদি হাসানসহ পাঁচজন বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর দুই দফায় তাদের করোনা শনাক্তের পরীক্ষা করা হয়েছিল। তাতে দু’বারই ফলাফল আসে নেগেটিভ। অর্থাৎ, তারা এখন সুস্থ। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেহেদি হাসান তার গ্রামের বাড়ি থেকে ফিরে ওসমানী হাসপাতালে কাজে যোগদান করেন। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষা করা হয় তার। গত ২৩ এপ্রিল করোনা আক্রান্ত বলে শনাক্ত হন তিনি । প্রথমে ওসমানী হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে আইসোলেশনে রাখা হয়েছিল তাকে। পরে ভর্তি করা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এদিকে, ইন্টার্ন চিকিৎসক মেহেদি হাসানের পর ওসমানী হাসপাতালের ইন্টার্ন হোস্টেলের কোয়ারেন্টিনে রাখা হয় ৭৮ জনকে । তাদের নমুনা পরীক্ষায় আরো ১৬ ইন্টার্ন চিকিৎসক করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদেরকেও রাখা হয়েছে আইসোলেশনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।