বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফলে করোনা আক্রান্ত পাঁচজন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন । আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা ওই পাঁচজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা সুস্থ হওয়া ব্যাক্তিদের ছাড় প্রত্র প্রদান করেন।পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।এ সময় তাদেরকে ভিটাসিন সি যুক্ত ফল, ট্যাবলেট,মাস্ক,সহ উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অনিচুর রহমান বালী,সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেনে ,ও ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা,।সুস্থ হয়ে বাড়ীতে ফেরত যাওয়ার হচ্ছেন ফারজানা (১৪) , হনুফা বেগম(৪০) ,হাওয়া বেগম (৫০),সিদ্দিকুররহমান(২২), আজিমুন (৮০) ।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল তারা ঢাকা থেকে মাইক্রোবাসে বাউফলের কালাইয়া যাওয়ার পথে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদেরকে ভোর রাতে মাইক্রোবাস সহ আটকান। পরবর্তীতে উপজেলা প্রশাসন তাদেরকে প্রাতিষ্ঠানিক তাদের কোয়ারেন্টাইনে রাখে । পরে বাউফল উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু করা হয়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান বর্তমানে বাউফলে ২টি প্রাতিষ্ঠানিক অইসোলেশন কেন্দ্রে ৫ জন করোনা পজেটিভ সহ বাড়ীতে এক জন চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।