Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনেও দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১:১৭ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের লকডাউন চললেও তা মানছেন না দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে পারাপার হওয়া যাত্রীরা।
বৃহস্পতিবার (৭ মে) সকালে দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে শত শত যাত্রীকে ফেরিতে উঠতে ও নামতে দেখা গেছে। এছাড়া ঘাটে জরুরি পণ্যবাহী যানবাহনের পাশাপাশি চাপ রয়েছে ব্যক্তিগত ছোট যানবাহন মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুরোপুরিভাবে ২৫ মার্চ থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে ওইদিন থেকেই জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারে সীমিত আকারে ফেরি চলাচলের ব্যবস্থা রাখা হয়। সেই সুযোগে ঢাকায় গার্মেন্টস খোলার অজুহাতে গত এক সপ্তাহে ধরে যাত্রীরা দৌলতদিয়া ঘাট দিয়ে আসা যাওয়া করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ