Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে প্রথম ৩ ব্যক্তি করোনায় আক্রান্ত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১১:৫৭ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এই প্রথম ৩ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা উপজেলার নাচোল সদর ইউনিয়নের আন্ধরাইল গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে সারোয়ার জাহান রিমন (২৫) ও তার ভাই কামরুজ্জামান (জীবন)-এর স্ত্রী আরিফা খাতুন (২০) এবং ১নং কসবা ইউনিয়নের কাজলা চৌপুকুরিয়ার মইনুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৩)। জানাগেছে, সারোয়ার জাহান (২৫), ঢাকা আশুলিয়ার এক গার্মেন্টকর্মী ও আরিফা খাতুনের স্বামী ঢাকার আশুলিয়ার এক ওষুধ কোম্পানির কর্মী এবং রবিউল ইসলাম, পেশায়-ছাত্র, সে তার নিকট আত্মীয় ভারত ফেরৎ সোলাইমানকে রিসিপ করতে যশোর বেনাপোল স্থলবন্দর গিয়ে ছিলেন। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, আন্ধরাইল গ্রামের করোনায় আক্রান্ত দুজনকেই ২৯ এপ্রিল বুধবার থেকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এবং রবিউল ইসলামকে ২ মে রাত থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এদিকে ইউএইচ এন্ড এফপিও সুলতানা পাপিয়া জানান, ৩ মে রোববার করোনা টেস্টের জন্য ১৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয় এবং ৬ মে বুধবার সন্ধ্যার পর ৩ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, মে বুধবার সন্ধ্যার পর পজেটিভ রিপোর্ট হাতে পেয়ে রাত ৯টার দিকে উপজেলার আন্ধরাইল গ্রামের সারোয়ার জাহান ও আরিফা খাতুনের বাড়ীটি লকডাউন করার পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে এবং রাত ১০টার দিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নাচোল সরকারি কলেজে থাকা রবিউল ইসলামকে অধিক সতর্কতার সাথে কলেজের পৃথক একটি কক্ষে রেখে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ