বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় চট্টগ্রামে মৃত তিন জন সহ ১১জনের সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রামসহ বিভাগে ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত তিনজন বাদে
চট্টগ্রাম জেলায় নতুন রোগী যোগ হলো ৮ জন ।
বুধবার চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে ১৯০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষা হয়। মোট ২৬২ টি নমুনা পরীক্ষায় ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে শনাক্ত আটজনের ৪ জন লক্ষ্মীপুর, ৩ জন নোয়াখালী এবং একজন ফেনীর বাসিন্দা।
বিআইটিআইডিতে শনাক্ত ১২ জনের মধ্যে ১১ জন চট্টগ্রামের এবং লক্ষ্মীপুরের একজন বাসিন্দা আছেন।
চট্টগ্রামের আটজন হলেন- সাতকানিয়া উপজেলার ৫৭ বছরের পুরুষ, সীতাকুণ্ডের বড় কুমিরা ও ফকিরহাট এলাকার এলাকার ৫০ বছর বয়সী দুই পুরুষ, নগরীর দামপাড়ার দুই পুরুষ, পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকার ৬৫ বছর বয়সী নারী, সাগরিকা এলাকার ৫০ বছরের নারী এবং বহদ্দারহাটের ৪০ বছরের পুরুষ।
নগর পুলিশের এডিসি (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, দামপাড়ায় শনাক্ত দুজন সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল। তারা দামপাড়া পুলিশ লাইনে ট্রাফিক ব্যারাকে থাকেন।
এ নিয়ে চট্টগ্রামে পুলিশের ২১ জন সদস্য করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে সিএমপির ২০ জন এবং র্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত একজন । আক্রান্ত পুলিশের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচজন।
চট্টগ্রাম জেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে, যার মধ্যে পাঁচজন বাইরের জেলা থেকে আসা। মারা গেছেন ১২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।