মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাইবেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি খনি ধসের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দেশটির এক মন্ত্রী মঙ্গলবার একথা জানান। জুনিয়র ক্রীড়া মন্ত্রী মিলিয়াস শেরিফ ঘটনাস্থল থেকে এএফপি’কে বলেন, সোমবার গ্রান্ড কেপ মাউন্ট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত উল্লেখ না করে মঙ্গলবার তিনি বলেন, সেখানে এ ধসের ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। এতে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা সন্ধানে উদ্ধার দল সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। খবরে বলা হয়, খনিজ সম্পদে সমৃদ্ধ লাইবেরিয়াতে খনি ধস একটি সাধারণ ঘটনা। দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধে পর সেখানে ইবোলা মহামারিতেও অনেক ক্ষতি হয়। এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের জুনিয়র এক মুখপাত্র এ দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও তিনি নিহতের সংখ্যা উল্লেখ করেননি। স্মিথ তোবে বলেন, ‘আমরা ঘটনা স্থল থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোন তথ্য হাতে পাইনি। অনেকে এ দুর্ঘটনায় ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। আবার অনেকে জানিয়েছে এ সংখ্যা ৫০ জনের বেশি।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি, খনি ও জরুরি বিভাগের কর্মকর্তাদের ঘটনা স্থলে পাঠানো হলেও তারা এখন পর্যন্ত কিছু জানাননি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।