Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চুল কাটবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

লকডাউন শুরুর পর প্রথমবারের মত সেলুন খোলার অনুমতি দিল জার্মানি। তবে গ্রাহক ও নরসুন্দর উভয়কে মানতে হবে কিছু নিয়ম-কানুন। দেশটির অর্থনীতি ও সমাজবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে। বিধিতে বলা হয়েছে, গ্রাহক সেলুনে গিয়ে সেবার অপেক্ষায় বসে থাকতে পারবেন না। সেলুনে গিয়ে অপেক্ষায় থাকার ব্যাপারটি এড়াতে গ্রাহককে আগেই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সেলুনে চুল কাটা যাবে না। সলুনে প্রবেশের সময় গ্রাহককে অবশ্যই তাদের হাত ধুয়ে নিতে হবে। গ্রাহক ও নরসুন্দর উভয়কে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। সেলুনে গ্রাহকদের মধ্যে ১ দশমিক ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাপয়েন্টমেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ