Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণধর্ষণ পরিকল্পনা, অতঃপর...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

ইন্সটাগ্রামে গ্রুপিং করে কম বয়সী বালিকাদের গণধর্ষণের পরিকল্পনা ফাঁদছিল ভারতের একদল টিনেজার। এমন গ্রুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে ১৫ বছর বয়সী এক টিনেজারকে। শুধু যে তারা ধর্ষণ পরিকল্পনা করছিল এমন নয়। একই সঙ্গে মেয়েদের সম্পর্কে তারা অশালীন মন্তব্য করছিল। এই গ্রুপের সঙ্গে যুক্ত আরো কমপক্ষে ২০টি টিনেজার। এতে বলা হয়, স্কুলপড়–য়া ওই টিনেজাররা ভারতের রাজধানী দিল্লির। পুলিশ তাদেরকে শনাক্ত করেছে। এ ঘটনায় দিল্লিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, তারা মিলে গঠন করেছে একটি গ্রুপ। এর নাম দেয়া হয়েছে ‘বয়েস লকার রুম’। এই গ্রুপের সঙ্গে যুক্ত টিনেজাররা অপ্রাপ্ত বয়স্ক বালিকাদের ধর্ষণের পরিকল্পনা করছিল। তাদের মধ্যে এ নিয়ে যে কথোপকথন হয়েছে তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। ওদিকে এই গ্রুপ সম্পর্কে আরো তদন্তের অনুরোধ জানিয়েছে দিল্লি ওমেন্স কমিশন। এনডিটিভি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ