Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় বাবার মৃত্যুর পর এবার মেয়েরও করোনা শনাক্ত, মোট শনাক্ত ১৭ জন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৫:৫২ পিএম

কুষ্টিয়ায় সাত দিন পর নতুন একজন নারী করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত পরিমাণ দাঁড়ালো ১৭জন। বাবার সংস্পর্শে এসে ঐ কলেজছাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই শিক্ষার্থী ঢাকার তিতুমীর কলেজের ছাত্রী। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর গ্রামের করোনায় মৃত্যুবরণকারী আবু দাউদের মেয়ে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই ছাত্রীর বাবা করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ মে মারা যান। ওই কলেজ ছাত্রী বাবার সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ২ মে আবু দাউদের লাশ ঢাকা থেকে নিয়ে এসে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়। লাশের সঙ্গে ওই কলেজছাত্রীও গ্রামের বাড়িতে আসেন। করোনায় আক্রান্ত বাবার সংস্পর্শে এসে সেও করোনায় আক্রান্ত হয়েছে বলে তারা ধারণা করছেন।

ডা. আকুল উদ্দিন জানান, আবু দাউদের মৃত্যুর পর তার সংস্পর্শে আসা পরিবারের লোকজনকসহ ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট থেকে জানানো হয় ওই কলেজ ছাত্রীর করোনা পজিটিভ। তবে অন্য ১১ জনের করোনা নেগেটিভ এসেছে। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়া এফডাব্লিউভিটিআই আইসোলেশন ইউনিটে বর্তমানে ৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।উল্লেখ্য, ঢাকা অবস্থান করা অবস্থায় অসুস্থ হন আবু দাউদ। তাকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। ওইখানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিনিটে ঐ নারীর পিতা মারা যান। ঢাকা থেকে লাশ তার গ্রামের বাড়ি কুমারখালী কুষলিবাশা এনে কুষলিবাশা কবরস্থানে দাফন করা হয়।

তার মেয়েটির ঐদিন থেকে কুষলিবাশাতেই রয়েছেন। বাড়ীর গলির মুখে বাশ বেধে চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়াও আক্রান্ত অন্যদের বাড়ীও লকডাউন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ