Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে ইসলামী ব্যাংকের আরো তিনজন করোনায় আক্রান্ত

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৫:০৩ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখার ব্যবস্থাপকসহ আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত ব্যাংকের ওই শাখায় কর্মরত মোট ৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলো।

তৃতীয় ধাপে নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে সৈয়দপুর শহরে বসবাসকারী দুইজনকে গত মঙ্গলবার রাতে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সেই সঙ্গে শহরের শহীদ ডা. বদিউজ্জামান সড়কের বসবাসকারী বাহাদুর সর্দারের বাড়িসহ ৮টি বাড়িতে থাকা ১৩ পরিবারকে লকডাউন করা হয়েছে। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারে উপস্থিতিতে ওই বাড়িগুলো লকডাউন করা হয়। এ সময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসন পাপ্পু,মেডিক্যাল অফিসার ডা. আরমান হোসেন রণি, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকী ও স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) বরকতউল্লাহ্ উপস্থিত ছিলেন। করোনা আক্রান্ত অপর কর্মচারী আবু সাঈদ ব্যাংকের শাখার অবস্থান করতেন। অবশ্যই তাঁর আগেই গত ২৮ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখাটি লডডাউন করা হয়েছিল।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত দুই কর্মচরীকে আইসোলেশন ইউনিটে পাঠানো এবং ১৩টি পরিবারকে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, গত ২৮ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখাটি লডডাউন করা হলে ব্যাংকটির শাখার ব্যবস্থাপক তাঁর বগুড়ার সেউজগাড়ি এলাকার বাড়িতে চলে যান। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে করোনা নমুনা দেন। গত মঙ্গলবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বগুড়া সেউজগাড়ীতে হোম কোয়ারিন্টানে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখায় কর্মরত কর্মকর্তাদের প্রথম দফায় দুই জনের নমুনা পরীক্ষায় এবং দ্বিতীয় দফায় চার জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বতর্মানে ব্যাংকটির করোনা আক্রান্ত কর্মকর্তা কর্মচারীদের চারজন সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে, একজন নীলফামারীতে, একজন দিনাজপুরের পাবর্তীপুরে এবং দুইজন রংপুরে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ