Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘন্টায় রংপুরে নার্স ও পুলিশসহ ৭ জনের করোনা পজেটিভ সনাক্ত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৭:১৬ পিএম

গত ২৪ ঘন্টায় রংপুরে নতুন করে আরও ৭ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এদের মধ্যে পুলিশ, নার্স ও জেলাখানার স্টাফ রয়েছেন।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।
তিনি জানিয়েছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে গত ২৪ ঘন্টায় ৯৪টি নমুনার পরীক্ষা করা হয়। এতে ৭ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তারা সবাই রংপুর জেলার।
আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, রংপুর জেলখানার ১ জন স্টাফ, পুলিশ লাইন্সের ২ পুলিশ সদস্য। এছাড়া রংপুর মহানগরীর জুম্মাপাড়া এলাকার ১ পুরুষ (৪২) ও রংপুর সিটি কর্পোরেশন এলাকার অপর ১ জন পুরুষ (৪৭)।
এ নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। বাকিদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৭ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ