Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন আবু আহমেদ মন্নাফি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৫:০৬ পিএম

করোনাভাইরাস সংকট মোকাবিলায় কর্মহীন নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের তালিকা অনুযায়ী বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

আজ মঙ্গলবার রাজধানীর ওয়ারীর নিজ বাসভবন থেকে কর্মীদের মাধ্যমে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, সরকারি অনুদান ও নিজস্ব অর্থায়নে করোনারভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি। তার ধারাবাহিকতায় আজকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী মেসে থাকে এমন ১৩ জন, এলাকার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং সাংবাদিকদের খাদ্যসামগ্রী দিয়েছি। এছাড়া যারা লোকলজ্জার কারণে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে পারছেনা তাদের তালিকা অনুযায়ী বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।

তিনি আরো বলেন, যদি কেউ খাদ্যসামগ্রী না পেয়ে থাকে। আমার সাথে যোগাযোগ করলে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেব। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও ওয়ারী থানা আওয়ামী লীগ ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক একেএম আবদুল্লাহ মন্নাফি মার্সাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ