বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাস সংকটে সাভারের আশুলিয়া এলাকার ছিন্নমূল, হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিরতণ করছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ।
অসহায় এবং মধ্যবিত্ত ১১শ’পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ ফেসবুক পেজে তার মোবাইল নম্বর দিয়ে অনুরোধ করে বলেছেন, যারা কারো কাছে সাহায্য চাইতেও পারেন না আবার ত্রাণ আনতে যেতেও পারেন না এমন পরিবার থেকে ফোন পেলে খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দিবেন তিনি।
শাহীন চৌধুরী দ্বীপ বলেন, তার এই অনুরোধে অনেক মধ্যবিত্ত পরিবার সাড়া দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বেসরকারি অফিসের কর্মচারী, এনজিও কর্মী, বিভিন্ন দোকানের কর্মচারী ও বাসায় টিউশনি করে পরিবার চালান এমন শিক্ষক পরিবারও রয়েছে। এ পর্যন্ত ফোন পেয়ে তিনি আশুলিয়া থানা এলাকার বিভিন্ন মহল্লায় প্রায় তিনশতাধিক বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।