মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতিহাসে এই প্রথমবার পকিস্তানের বিমানবাহিনীতে একজন হিন্দু ধর্মালম্বী তরুণ পাইলট হিসেবে যোগ দিয়েছেন। দেশটির স্বাধীনতার পর ৭৩ বছরের ইতিহাসে পাইলট হিসেবে নিয়োগ পেলেন কোনো হিন্দু। জেনারেল ডিউটি পাইলট হিসেবেই পাকিস্তান এয়ার ফোর্সে যোগ দিয়েছেন রাহুল দেব নামের ৩৪ বছর বয়সী ওই তরুণ।
পাকিস্তানের এয়ার ফোর্সের বিভিন্নক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করছেন। তবে আনুষ্ঠানিকভাবে পাইলট পদে এই প্রথমবার কোনো হিন্দু ব্যক্তিকে নেওয়া হয়েছে। সিন্ধু প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা রাহুল সব বাধা-বিপত্তি পেরিয়ে নিজের যোগ্যতার বলে পাকিস্তান বিমানবাহিনীতে পাইলট পদে নিয়োগ পেয়েছেন।
অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত নামের হিন্দুদের একটি সংগঠনের সম্পাদক রবি দাওয়ানি রাহুল দেবের এই নিয়োগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার কথায়, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। সরকারি চাকুরের সংখ্যা কম নয়। তবে বিমানবাহিনীতে রাহুলের নিযুক্তি নিঃসন্দেহে ঐতিহাসিক।
রবি দাওয়ানি মনে করেন, পাকিস্তান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ঠিকমতো নজর দেয়, তাহলে এরকম অনেক রাহুল দেব উঠে আসবে। সূত্র: এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।