বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট নগরীর সুবিদবাজারের মার্লিন টাওয়ারের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৪ জন । সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক দম্পতির সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৯ এপ্রিল মার্লিন টাওয়ারের ১৬ জনের নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসে। রবিবার (৩ মে) মার্লিন টাওয়ার থেকে আবারও ৪জনের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার (৪ মে) রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে একজনের বয়স ১২, দুজনের বয়স ১৬ থেকে ১৭ এবং আরেকজনের বয়স জানা যায়নি। প্রসঙ্গত, নগরীর মার্লিন টাওয়ারের ভাড়াটিয়া চিকিৎসক দম্পতির শরীরে ২৭ এপ্রিল করোনা সনাক্ত হয়। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত চিকিৎসকের স্ত্রী নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।