বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন আরো ১৭ জন চিকিৎসক। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে একজন গাইনী বিশেষজ্ঞ এবং ১৬ জন ইন্টার্ন চিকিৎসক। সোমবার রাতে মেডিকেল কলেজের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপে এই বিষয়ে একটি পোস্ট থেকে প্রকাশ পেয়েছে বিষয়টি। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিষয়টি ওসমানী মেডিকেল কলেজ থেকে এখনও নিশ্চিত করা হয়নি আমাকে। তবে, কলেজের কোয়ারেন্টিনে থাকা ৭৮ জন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। সেখান থেকে এমন রিপোর্ট আসতে পারে বলে ধারনা করছেন তিনি। করোনায় আক্রান্ত এই অধ্যাপক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। করোনা আক্রান্ত অন্য ১৬ জন ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। মেডিকেল কলেজ সুত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল এক ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত হওয়ার পর মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ৭৮ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার তাদের রিপোর্টে ১৬ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে ১৫ জনই নারী। তবে কোন উপসর্গ প্রকাশ হয়নি তাদের। সকলেই সুস্থ আছেন। তাদের নমুনা আজ আবার (মঙ্গলবার) সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। এদিকে, এদিকে, বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে নানা আলোচনা সমালোচনা চলছে। সোমবার রাতে ঐ ফেসবুক গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক লিখেন, ´৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছে।- অধ্যক্ষ সিওমেক।´
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।