গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কলা কুশলী ও কর্মচারী লীগের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল সোমবার আতিকুল ইসলামের সামাজিক উদ্যোগ ‘সবাই মিলে সবার ঢাকা’ এর মাধ্যমে প্রায় দুই শতাধিক কলা কুশলী ও কর্মচারীদের মধ্যে এ উপহারসামগ্রী দেওয়া হয়।
ডিএনসিসি’র নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের পক্ষে আবু মাহমুদ খান ও সাইয়দ্দিন ইমন এসব উপহারসামগ্রী তুলে দেন। এ বিষয়ে সাইফুদ্দিন ইমন বলেন, প্রায় দুই শতাধিক কলা কুশলীদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের নির্বাচিত মেয়র আতিকুল ইসলামের পক্ষ এ উপহারসামগ্রী দেওযা হয়েছে। এখানে প্রত্যেকের পরিবারের জন্য সাতদিনের হিসেবে খাবার ও ইফতারসামগ্রী দেওয়ার চেষ্টা করেছি আমরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।